নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠি সদরে প্রদর্শনীভূক্ত কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান। এ উপলক্ষ্যে গত মঙ্গলবার (২৮ মার্চ) উপজেলা কৃষি প্রশিক্ষণ হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো. আলী আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক মো. মনিরুল ইসলাম।
অনুষ্ঠান শেষে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতাধীন ১০৪ জন কৃষকের মাঝে বীজ, সার, ফলের চারা, বীজ পাত্র, ঝাঁঝরি ও নেট বিতরণ করা হয়। এসময় অতিরিক্ত পরিচালক নতুন নতুন প্রযুক্তি গ্রহণ ও সম্প্রসারণে কৃষকদের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও শস্যনিবিড়তা বৃদ্ধিতে আউশের আবাদ বাড়ানোর জন্য তিনি চাষিদের উদ্বুদ্ধ করেন।
পরে তিনি তেলজাতীয় ফসল উৎপাদনকারী কৃষকদলের চাষকৃত ১০ একর বিশিষ্ট সূর্যমুখীর প্রদর্শনী পরিদর্শন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস