ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি অফিসার জনাব খাদিজা এর সঞ্চালনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উপপরিচালক জনাব মো: আব্দুল্লা আল মামুন স্যার।
বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার জনাব ফাহিমা হক ও অতিরিক্ত উপপরিচালক জনাব মো: রিয়াজ উল্লাহ বাহাদুর স্যার।
এই কংগ্রেসের মূল উদ্দেশ্য ছিল পার্টনার পিএফএসএ প্রশিক্ষিত কৃষকদের প্যাকেজ প্রযুক্তিগুলোর জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও ধারণা প্রকল্প এলাকার অন্যান্য নন-পিএফএস কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া।
৭০ জন কৃষক কৃষাণী, সরকারী কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ 100 জন অংশগ্রহনকারী এই প্রোগ্রামে অংশগ্রহন করেন।