বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুণা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণে অংশগ্রহন।
কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণে কৃষকগণ কৃষির আধুনিক বিভিন্ন প্রযুক্তি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং এগুলোর বাস্তবায়ন সম্পর্কে ধারণা লাভ করেন।
উক্ত কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণে পরিদর্শনকৃত স্থান হতে নিম্নলিখিত প্রযুক্তি সম্পর্কে কৃষকগণ অবগত হয়েছেন;
1. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত আম, তরমুজ, বেগুন, শিম, মাল্টা, কুল, ড্রাগন ইত্যাদি জাত সম্পর্কে জানতে পেরেছেন।
2. আম ও মাল্টার চারা কলম তৈরির ব্যবহারিক পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করেছেন।
3. বারি বেগুন-12, তরমুজ ও শিম চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন।
4. বিভিন্ন ধরনের শাক-সবজির চারা উৎপাদনের আধুনিক পদ্ধতি সম্পর্কে অবগত হয়েছেন।
5. উত্তম কৃষি চর্চা গ্রাম (GAP Village) এর আওতায় ধানের ক্ষতিকর মাজরা পোকা দমনে আধুনিক পদ্ধতি ফেরোমন ফাঁদের ব্যবহার সম্মলিত ধানের জমি পর্যবেক্ষণ এবং ধারণা লাভ।
6. জার্মপ্লাজম সেন্টারে সংরক্ষিত বিভিন্ন ফসলের জাত সম্পর্কে ধারণা লাভ এবং এর গুরুত্ব সম্পর্কে জানা।
7. ভার্মি কম্পোস্ট উৎপাদনের কলা-কৌশল এবং এর ব্যবহার ও গুরুত্ব অনুধাবন।
উক্ত পরিদর্শনে সহযোগিতা করেছেন আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, লেবুখালী, দুমকি, পটুয়াখালী’র সম্মানিত ঊধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মাহমুদা রত্না, যিনি ক্যাম্পাসের ক্লাসমেট এবং দুমকি উপজেলার সম্মানিত উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মো: ইমরান হোসেন, উভয়ের প্রতি কৃতজ্ঞতা।